New Update
/anm-bengali/media/media_files/qSwmjS2jiQfxwi3tQQbN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষা প্রায় শেষ পর্যায়ে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে আবার তৈরি হয়ে গেল সোনার রাম মন্দির। উত্তরপ্রদেশের মোরাদাবাদে তৈরি করা হয়েছে সোনা দিয়ে রাম মন্দির। উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে রাম মন্দিরের নকশা করা সোনার আংটি তৈরি করা হয়েছে। সেই ১৮ ক্যারেটের সোনার আংটির মূল্য ১,২৫,০০০ টাকা। সেই আংটির ভিজ্যুয়াল সকলের নজরে এসেছে। দেখুন সেই ভিডিও –
#WATCH | UP: Visuals of 18 carat gold ring with Ram Mandir design worth Rs 1,25,000, from Moradabad pic.twitter.com/wrbkqoDPMy
— ANI (@ANI) January 21, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us