প্রথম দিনই ভক্তদের ঢল, কি বলছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত?

অবশেষে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে উদ্বোধন হয়েছে রাম মন্দির। আজ থেকেই সাধারণ মানুষের জন্য খুলে গেছে রাম মন্দিরের দরজা। প্রথম দিনেই উপচে পরেছে মানুষের ভিড়।

author-image
Probha Rani Das
New Update
satyendranath das.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। তবে দেশ জুড়ে উত্তেজনা এখনও তুঙ্গে। রাম মন্দিরের তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, “প্রাণ প্রতিষ্ঠার পরে অযোধ্যা শহরটি ঐশ্বরিক দেখাচ্ছে ত্রেতাযুগের’-এর এক ঝলক দেখা যাচ্ছে এই সময়। অযোধ্যা শহর ভক্তদের দলে ভরে গেছে। প্রথম দিন এখানে দর্শনের জন্য এত লোক উপস্থিত যে তারা সবাই আজ দর্শন করতে পারবেন না চার হাজার সাধুর দলও এসেছে আজ অযোধ্যা শহর ‘রাম ময়’” 

স

স

 

স্ব