New Update
/anm-bengali/media/media_files/5mpwTqn3eQWQBqwxIjjL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বহু বছরের অপেক্ষার অবশেষে সমাপ্তি। অযোধ্যায় জন্মভূমিতে ফিরছেন শ্রীরাম। সব পথ আজ এসে মিশেছে অযোধ্যায়। রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’-এর জন্য ৮৪ সেকেন্ডের নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে। সাড়ে ১২ টার সময় ৮৪ সেকেন্ডের মধ্যে ‘প্রাণ প্রতিষ্ঠা’-এর বিশেষ আচার-অনুষ্ঠান হবে। ঠিক সেই সময় হেলিকপ্টরের মাধ্যমে রাম মন্দিরে পুষ্পবর্ষণ করা হবে। রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের হাতে ঘণ্টা থাকবে এবং সারা মন্দির জুড়ে মঙ্গলধ্বনি বেজে উঠবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us