রাম মন্দির উদ্বোধনের ১২ দিনের মধ্যেই ১১ কোটি টাকা অনুদান ভক্তদের!

২২ জানুয়ারি অয্যোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। এরপর থেকেই রোজ মন্দিরে ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় জমেছে। ভক্তরা মন্দিরে প্রচুর টাকার অনুদান জমেছে।

author-image
Probha Rani Das
New Update
rammandirclosednow

নিজস্ব সংবাদ্দাতাঃ অয্যোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গিয়েছে। ২৩ জানুয়ারি থেকেই ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে গিয়েছে। ইতিমধ্যেই ভক্তরা রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য ভিড় করছেন। জানা গিয়েছে, উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত অন্তত ২৫ লক্ষ মানুষ অযোধ্যায় গেছেন রাম মন্দির দেখতে। শুধু রামলালার দর্শন নয়, মোটা অঙ্কের টাকা অনুদানও দিয়েছেন তাঁরা। মন্দির উদ্বোধনের ১২ দিনের মধ্যেই অনুদান বক্সে ৮ কোটি টাকা অনুদান দিয়েছেন ভক্তরা। এছাড়াও অনলাইন এবং চেকের মাধ্যমে অনুদান দেওয়া হয়েছে সাড়ে ৩ কোটি টাকা।