New Update
/anm-bengali/media/media_files/OqlAgYep3ZCXb9SGLWmq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দির উদ্বোধনের আর বেশিদিন বাকি নেই। রাম জন্মভূমিতে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রত্যেকের বাড়ি যাবেন ভগবান শ্রীরাম। জানা গিয়েছে, অয্যোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যা শহরের নানা এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে রামলালার মূর্তি। অযোধ্যা শহরের প্রতিটি মানুষ পাবে শ্রীরামের দর্শন।
প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রত্যেকের বাড়িতে যাবেন রামলালা! শহরের নানা এলাকা দিয়ে নিয়ে যাওয়া হবে রামলালার মূর্তি। pic.twitter.com/D5bz1TB3N3
— BJP West Bengal (@BJP4Bengal) January 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us