New Update
/anm-bengali/media/media_files/16qllszXP2DkQcvi7MPJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরের শুরুতেই হতে চলেছে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করে শ্রী রাম জন্মভূমিতে ভগবান শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখনও সম্পূর্ণ হয়নি রাম মন্দিরের কাজ। তিন তল বিশিষ্ট মন্দিরটির এখনও দুই তলের কাজ বাকি রয়েছে। জোরকদমে চলছে মন্দির নির্মাণ কাজ। আজ তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই রাম মন্দির নির্মাণ স্থান পরিদর্শন করতে গিয়েছেন।
#WATCH | Ayodhya, Uttar Pradesh | Shri Ram Janmabhoomi Teerth Kshetra General Secretary Champat Rai visits the Ram Temple construction site to inspect it. pic.twitter.com/7g5jiegIbY
— ANI (@ANI) January 5, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us