রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’, বারাণসীতে প্রস্তুতি পাঁচ কুইন্টাল লাড্ডুর

অপেক্ষার আর মাত্র দুদিন। খুব শীঘ্রই অযোধ্যায় জন্মভূমিতে ফিরছেন ভগবান শ্রীরাম। রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

author-image
Probha Rani Das
New Update
laddubhoG.jpg

নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই অযোধ্যায় জন্মভূমিতে ফিরছেন ভগবান শ্রীরাম। অপেক্ষার আর মাত্র দুদিন। রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের দিকে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শ্রীরামের জন্য ফুল, মালা, ভোগ এসে অযোধ্যায় পৌঁছেছে। এবার বারাণসী থেকে ভগবান শ্রীরামের জন্য লাড্ডু ভোগ তৈরি করা হচ্ছে। ২২ জানুয়ারি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে বারাণসীর একটি কলোনিতে পাঁচ কুইন্টাল লাড্ডু তৈরির প্রস্তুতি চলছে।