শুরু হয়েছে ‘প্রাণ প্রতিষ্ঠা’, জেনে নিন অনুষ্ঠান সূচি

আজ সকাল থেকেই রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।

author-image
Probha Rani Das
New Update
1rammandir1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘প্রাণ-প্রতিষ্ঠা’ অনুষ্ঠান আজ শুরু হয়ে গিয়েছে। বহুল প্রতীক্ষিত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান ১৬ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠান উত্তর প্রদেশের অযোধ্যায় ২২ জানুয়ারী রাম মন্দিরের উদ্বোধন পর্যন্ত চলবে।

সাত দিনের আচারের মধ্যে রয়েছে ভগবান রামের মূর্তি স্থাপন যা ১৮ জানুয়ারী নির্ধারিত হয়েছে। ২২ জানুয়ারীতে ৭০০০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিরা অয্যোধ্যা নগরীতে পৌঁছবেন। প্রাণ-প্রতিষ্ঠা’-এর আসন্ন আচার-অনুষ্ঠানগুলি মূল অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে শুরু করা হবে। প্রথম দিন হবে ‘প্রায়শ্চিত্ত’ অনুষ্ঠান। ১৬ জানুয়ারী থেকে শুরু হওয়া অনুষ্ঠান সাত দিন ব্যাপী চলবে।