New Update
/anm-bengali/media/media_files/d1LgbVmL4T6fRv8alwxW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃচলতি বছরের ২২ জানুয়ারি অয্যোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। তবে এখনও চলছে মন্দির নির্মাণ কাজ। জানা গিয়েছে, রাম জন্মভূমি চত্বরে কুবের টিলার উপর তৈরি হচ্ছে জটায়ুর মন্দির। এটি একটি বিশাল আকৃতির মন্দির হয়ে উঠছে। এতদিন শুধুমাত্র দক্ষিণ ভারতেই জটায়ুর মন্দির দেখা জেত। অযোধ্যার রাম মন্দির এখন আর্যাবর্ত এবং দাক্ষিণাত্যের মধ্যে সেতুবন্ধন হয়ে উঠেছে।
রাম জন্মভূমি চত্বরে কুবের টিলার উপর তৈরি হচ্ছে জটায়ুর মন্দির! pic.twitter.com/NXBYMIflZ6
— BJP West Bengal (@BJP4Bengal) January 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us