/anm-bengali/media/media_files/yWdxvUtppLMn3N6wpj2w.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ ২২ জানুয়ারি, বহুল প্রতীক্ষিত এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন সারা দেশবাসী। কেননা, আজকেই অযোধ্যায় 'প্রাণ প্রতিষ্ঠা' পেতে চলেছেন 'রাম লাল্লা'।
সারা দেশ থেকে আজকের এই বিশেষ এবং ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। আমন্ত্রিতদের মধ্যে কে নেই ? দেশের মহান মহান গণ্য মান্য ব্যক্তিরা এসে উপস্থিত হয়েছেন এই 'প্রাণ প্রতিষ্ঠা'-তে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে বলিউড তারকাদের দরজাতেও। তাই ব্যতিক্রম নন, বলিউডের শাহেনশা অর্থাৎ অমিতাভ বচ্চন। তিনি তার পুত্র অভিষেক বচ্চনকে সাথে নিয়ে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। 'এক্স' হ্যান্ডেলে তাদের এক ঝলক সামনে এসেছে।
#WATCH | Uttar Pradesh: Actors Amitabh Bachchan and Abhishek Bachchan at the Shri Ram Janmabhoomi Temple in Ayodhya to attend the Ram Temple Pran Pratishtha ceremony #RamMandirPranPrathisthapic.twitter.com/fus6oiCJIG
— ANI (@ANI) January 22, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us