/anm-bengali/media/media_files/EZ2o8eVjtFWFr5pglElN.jpg)
নিজস্ব সংবাদদাতা: এই বছরের রামনবমী যেন ভারতবাসীর কাছে একটু অন্যরকম। চলতি বছরের ২২ জানুয়ারি রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত করা হয়েছে রাম লালার মূর্তি। সকল রাম ভক্তের চোখ এখন অযোধ্যার দিকে। আগামী ১৭ এপ্রিল রামনবমীকে কেন্দ্র করে সাজো-সাজো রব অযোধ্যায়। রাম মন্দিরে আয়োজন করা হচ্ছে রাজসূর্য যজ্ঞের। ৫০০ বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন করা হবে।
/anm-bengali/media/post_attachments/04750d9b4cc421d406b551337f443bc37f485d9d339723d55a5fa4c4e055207b.jpg)
রামলালা ও রাম মন্দির সেজে উঠবে ফুলের সাজে। জানা গেছে, ৫০ কুইন্টাল দেশি ও বিদেশী ফুল দিয়ে সাজানো হবে রাম মন্দির। আরও জানা গেছে, রামনবমী উপলক্ষ্যে ১৭ এপ্রিল দুপুর ১২টায় সূর্যের রশ্মি দিয়ে রাম লালার কপালে তিলক আঁকা হবে। এই ৭৫ মিমি মাপের সূর্য তিলক আলোকিত করবে রামলালার গোটা মুখকে।
আপাতত, রামলালার কপালে সূর্য তিলক আঁকা দেখতে উদগ্রীব ভারতবাসী। রাম ভক্তদের জন্য রাম মন্দিরের বাইরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে এই অনুষ্ঠান। তাছাড়া প্রসার ভারতীতে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠানের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us