New Update
/anm-bengali/media/media_files/2025/04/02/25Nt30K3nN3rnWqZhmWm.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলায় নির্মাণ হতে চলছে মর্যাদা পুরুষত্তম ভগবান শ্রী রামের মন্দির। রাম নবমীর পুণ্য তিথিতে আজই শিলান্যাস হতে চলেছে রাম মন্দিরের। নন্দীগ্রামের সোনাচূড়ায় নির্মিত হবে বাংলার নয়া রাম মন্দির। সকাল থেকে ঘট স্থাপন করে চলছে পুজোপাঠ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উপস্থিতিতে হবে যজ্ঞ। অনুষ্ঠানে বিশাল সংখ্যক মানুষ যোগ দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/dabea65b-750.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us