New Update
/anm-bengali/media/media_files/amUMs53qZymVIfzEUeiG.jpg)
নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : মাঝে মাত্র আর কয়েকদিন।তারপরেই রাখী পূর্নিমা। আর তাই চরম ব্যস্ততা পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের রাখি পাড়ায়। হ্যাঁ রাখি পাড়া৷ সবং ব্লকের কুচাইপুর গ্রামটি রাখি পাড়া নামেই পরিচিত। এর কারণ ওই গ্রামের সমস্ত মহিলারাই রাখি তৈরির সঙ্গে যুক্ত।বছরের পর বছর গ্রামের প্রত্যেকটি বাড়ির মহিলারা রাখি তৈরি করে আসছেন এবং তারা এই রাখি তৈরি করে নিজেদের হাত খরচ জোগাড় করেন। বিভিন্ন ডিজাইন,বিভিন্ন ফুল,স্পঞ্জ,কালার সুতো,সহ নানান জিনিস দিয়ে তৈরি হচ্ছে রাখি। আর এতে সব থেকে যার সাহায্য বেশি পায় মহিলারা তার নাম হলো স্বপন কুমার অট্ট।যিনি রাখীর সমস্ত কাঁচা মাল মহিলাদের এনে দেন।রাখি তৈরি হলেই পারিশ্রমিক দিয়ে নিয়ে যান। আর এই ভাবেই বছরের পর বছর রাখি তৈরির কাজ চলে আসছে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us