এএনএম নিউজের তরফে সকলকে রাখী পূর্ণিমার অনেক শুভেচ্ছা

এ বছর পূর্ণিমার তারিখ দুই দিন হওয়ায় ৩০ বা ৩১ আগস্ট কোন দিন রাখিবন্ধন পালন করা ঠিক তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। যদিও মানুষের আনন্দের মধ্যে এই নিয়ে কোনও ভাঁটা পড়েনি।

author-image
SWETA MITRA
New Update
Bang rakhi.jpg

নিজস্ব সংবাদাতাঃ আজ বুধবার গোটা দেশে রাখীবন্ধন বা রাখী পূর্ণিমা (Rakhi Purnima 2023)উৎসবউদযাপিতহচ্ছে। সকল বোনেরা বা দিদিরা নিজেদের ভাইকে আজ রাখী পরাচ্ছেন। একপ্রকার আজ গোটা দেশ আনন্দে মেতে উঠেছে। আর এই বিশেষ দিনে এএনএম নিউজের পক্ষ থেকে সকল দর্শক ও পাঠকের উদ্দেশ্যে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।