রাজস্থান নির্বাচন: ভোট বয়কট করল গ্রামবাসীরা

রাজস্থানের নির্বাচন নিয়ে প্রথম থেকেই ভীষণ আশাবাদী কংগ্রেস। কংগ্রেসকে ভরসা করে মানুষ, এমনটা আগে বহুবার দাবি করেছেন হাত শিবিরের শীর্ষ নেতৃত্বরা। ফলে ভোট নিয়ে আশাবাদী প্রত্যেকেই।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
c

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে আজ ২৫ নভেম্বর নির্বাচন হয়েছে। তবে জয়পুরের পালাওয়ালা জাটান গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, পালাওয়ালা জাটানকে তুঙ্গার সঙ্গে যুক্ত করার দাবির কারণেই এই বয়কট। সকাল থেকে একজন গ্রামবাসীও ভোট দিতে বুথে আসেননি। এই গ্রামবাসীরা গত সাতটি নির্বাচনও বয়কট করেছে।

hiren

রাজ্য সরকারের উদাসীনতা, সরকারী উদাসীনতা এবং তাদের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ, পালাওয়ালা জাটানের গ্রামবাসীরা নির্বাচন বয়কট করেছিল। নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, রাজস্থানে সকাল ৭টায় ভোট শুরু হয় এবং  দুপুর ১.৩০টা পর্যন্ত ১৯৯টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪০.২৭ শতাংশ ভোটগ্রহণ রেকর্ড করা হয়েছে। 
hiring.jpg