নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভোটমুখী রাজ্য রাজস্থানে গিয়ে বড় দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) | আজ শনিবার রাজস্থানের ভরতপুরে গিয়ে তিনি বলেন, ‘বিজেপি রাজস্থানে একটি চমৎকার রেজোলিউশন লেটার জারি করেছে। বিজেপির সংকল্প রাজস্থানকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত করা। বিজেপির সংকল্প রাজস্থানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আক্রমণ করা। বিজেপির সংকল্প আমাদের বোন ও কন্যাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা। রাজস্থান বিজেপির দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের দেওয়া এই প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে, এটাও মোদীর গ্যারান্টি।‘ প্রধানমন্ত্রী বলেন, 'যেখানে কংগ্রেস সরকার, সেখানে সন্ত্রাসবাদ, নৃশংসতা এই সব কিছুই লাগামহীন। কংগ্রেসের কাছে তুষ্টকরণই সবকিছু এবং এর জন্য তারা যে কোনও স্তরে যেতে পারে। কংগ্রেস রাজ্যের মহিলাদের আস্থা ভঙ্গ করেছে। মুখ্যমন্ত্রী কি রাজ্যের মহিলাদের রক্ষা করতে পারেন, যারা নিজেই বলছেন যে মহিলারা ভুয়ো ধর্ষণের মামলা দায়ের করেন। এ ধরনের নারী বিদ্বেষী দলের শাস্তি হওয়া উচিত। রাজ্যের মহিলাদের প্রতি কংগ্রেসের মন্ত্রীদের মানসিকতা কম।'