কংগ্রেস যেখানে, সন্ত্রাসবাদ সেখানে: প্রধানমন্ত্রী

কংগ্রেসকে ফের একবার নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
modi cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও ভোটমুখী রাজ্য রাজস্থানে গিয়ে বড় দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) | আজ শনিবার রাজস্থানের ভরতপুরে গিয়ে তিনি বলেন, ‘বিজেপিরাজস্থানেএকটিচমৎকাররেজোলিউশনলেটারজারিকরেছে।  বিজেপিরসংকল্পরাজস্থানকেদেশেরশীর্ষস্থানীয়রাজ্যেপরিণতকরা।  বিজেপিরসংকল্পরাজস্থানেদুর্নীতিরবিরুদ্ধেকঠোরআক্রমণকরা।বিজেপিরসংকল্পআমাদেরবোনকন্যাদেরজন্যএকটিনিরাপদপরিবেশতৈরিকরা।রাজস্থানবিজেপিরদেওয়াপ্রতিশ্রুতিপূরণেরজন্যআমরাযথাসাধ্যচেষ্টাকরব।আপনাদেরদেওয়াএইপ্রতিশ্রুতিঅবশ্যইপূরণহবে, এটাওমোদীরগ্যারান্টি।‘ প্রধানমন্ত্রী বলেন, 'যেখানে কংগ্রেস সরকার, সেখানে সন্ত্রাসবাদ, নৃশংসতা এই সব কিছুই লাগামহীন। কংগ্রেসের কাছে তুষ্টকরণই সবকিছু এবং এর জন্য তারা যে কোনও স্তরে যেতে পারে। কংগ্রেস রাজ্যের মহিলাদের আস্থা ভঙ্গ করেছে। মুখ্যমন্ত্রী কি রাজ্যের মহিলাদের রক্ষা করতে পারেন, যারা নিজেই বলছেন যে মহিলারা ভুয়ো ধর্ষণের মামলা দায়ের করেন। এ ধরনের নারী বিদ্বেষী দলের শাস্তি হওয়া উচিত। রাজ্যের মহিলাদের প্রতি কংগ্রেসের মন্ত্রীদের মানসিকতা কম।'