ভোট দিলেন ওম বিড়লা, জনগণের রায় কার দিকে?

ভোট দিলেন লোকসভার স্পিকার।

author-image
SWETA MITRA
New Update
om birla.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, ভোট দিলেন লোকসভারস্পিকারওমবিড়লা (Om Birla)। জানা গিয়েছে, আজ শনিবার তিনিরাজস্থানেরকোটায়ভোটদিয়েছেন। আজ সকাল থেকে কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে (Rajasthan Vote) শুরু হয়েছে ভোট। এদিকে ভোট দিয়েই বড় দাবি করলেন লোকসভার স্পিকার। তিনি জানান,  গণতন্ত্রেরএইউৎসবেজনগণসক্রিয়ভাবেঅংশগ্রহণকরছে।প্রত্যেকভোটারকেতারমতামতপ্রকাশেরজন্যতারভোটাধিকারপ্রয়োগকরাউচিত।‘