ভোটের আগে বড় সিদ্ধান্ত বিজেপির, কপাল খুলল দুজনের

রাজস্থানে ফের ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। অন্যদিকে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
bjp mpss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদম দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। চলতি মাসেই দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই নির্বাচন সেমিফাইনাল বলে দাবি করছে বিশিষ্ট মহল। এদিকে আসন্নরাজস্থানবিধানসভানির্বাচনেরজন্যভারতীয়জনতাপার্টি (BJP) তাদেরচতুর্থপ্রার্থীতালিকাপ্রকাশকরেছে।রামনিবাসমীনাকেতোদাভিম (এসসি) আসনথেকেপ্রার্থীকরাহয়েছে।শিবআসনথেকেস্বরূপসিংখাড়াকেটিকিটদেওয়াহয়েছে।এরআগেবিজেপিতিনটিতালিকাপ্রকাশকরেছেএবংমোট১৮২জনপ্রার্থীরনামঘোষণাকরেছে।এখনচতুর্থতালিকাপ্রকাশেরপর১৮৪টিআসনেরপ্রার্থীদেরনামপ্রকাশকরাহয়েছে।এখনদলটিকে১৬টিআসনেপ্রার্থীঘোষণাকরতেহবে।