'১৪০-রও বেশি আসন পাবে বিজেপি', আত্মবিশ্বাসী নেতা

বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
bjp chatt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানে জমে উঠেছে রাজনৈতিক খেলা। একপ্রকার কাঁটায় কাঁটায় টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেসকে যেনতেন প্রকারে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে উঠেপড়ে লেগেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় কে আসবে সেই নিয়ে এবার বড় দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, "আমি বিশ্বাস করি হেমন্ত মীনা প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবেন। রাজস্থানে বিজেপি ১৪০ টিরও বেশি আসন পাবে এবং আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি ভালো সরকার গঠন করব। ইশতেহারে যা বলা হয়েছে আমরা তাই করব। কংগ্রেসের গ্যারেন্টি রাহুল গান্ধী দেন, কিন্তু রাহুল গান্ধীর নিজের কোনও গ্যারেন্টিই নেই।“