তিনদিনে পাকিস্তানের সামরিক কাঠামো ভেঙে দিয়েছে ভারত! যুদ্ধ বিরতি নিয়ে বড় তথ্য দিলেন প্রধানমন্ত্রী
BREAKING: ভারতের প্রতিটি কন্যা, বোন এবং মাকে অপারেশন সিঁদুর উৎসর্গ করলেন মোদী!
BREAKING : কেউ ভাবতেও পারেনি ভারত এত কঠিন সিদ্ধান্ত নেবে ! অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন মোদি
BREAKING: অপারেশন সিঁদুর জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে! গর্জে উঠলেন মোদী
আকাশেই যখন শত্রু নিকেশ করে ভারতীয় বায়ুসেনা, দেখুন ভিডিও -
BREAKING: সবাই জেনে গেছে মা-বোনেদের সিঁদুর মোছার পরিনাম! সাবধান করে দিলেন মোদী
"আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করে দিয়ে"- খোলাখুলি যুদ্ধ বন্ধের ঘোষণা করে দিলেন ট্রাম্প!
কাঁপিয়ে দিল ট্রাম্প! এবার পাকিস্তানের সঙ্গে সোজা বাণিজ্যের ঘোষণা
BREAKING : ভারত-পাকিস্তান উত্তেজনা থামাতে বড় ভূমিকা নিয়েছি ! এ কি দাবি করে বসলেন ট্রাম্প

প্রো কাবাডি লিগের সেই অকশন টাইম মনে পড়ে? কে কত দাম পেয়েছিল জানেন?

তামিল থালাইভাস ২.১৫ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলের জন্য কিনেছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: মাত্র ২ মাস আগেই প্রো কাবাডি লিগ সিজন ১১-এর জন্য খেলোয়াড়দের নিলাম হয়ে গিয়েছে। এবার সেই খেলোয়াড়দের নিয়েই শুরু হবে প্রো কাবাডি লিগ সিজন ১১। আগামী ১৮ অক্টোবর শুরু হচ্ছে এই সিজনের জার্নি। আর তার আগে চলুন দেখে নিই এবারের সিজনে দামী খেলোয়াড় কে বা কারা – 

এবার সিজন-১১-এ এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা কোটির অঙ্ক পেরিয়েছেন। যার মধ্যে প্রথম নামই আসছে সচিন তানওয়ারের। এবছর সচিন সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে নিজের নাম লিখিয়েছেন। তাঁকে তামিল থালাইভাস ২.১৫ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলের জন্য কিনেছে। 

publive-image

১২টি ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার কেনার জন্য রেকর্ড অর্থ ব্যয় করেছেন। ২ দিনের নিলামে ১১৮ জন খেলোয়াড় কেনার জন্য ৩০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে। PKL ইতিহাসে আটজন খেলোয়াড় প্রথমবারের মতো ১ কোটি টাকার অঙ্ক পেরিয়েছেন। যেখানে সচিন তানওয়ার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আর্বিভূত হয়েছেন। এছাড়া মহম্মদরেজা শাদলুই চিয়ানেহ-কে ২.০৭ কোটি টাকায় কিনেছে হরিয়ানা স্টিলার্স। সবচেয়ে ব্যায়বহুল ভারতীয় ডিফেন্ডার হয়েছেন ইউ মুম্বা দলের সুনীল কুমার। তাঁর দাম ১.০১৫ কোটি টাকা। অজিত ভি কুমার এই বছরের প্লেয়ার নিলামে ক্যাটাগরি-সি তে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। তাঁর দাম ধার্য করা হয় ৬৬ লক্ষ টাকা। 

publive-image