কেশপুরে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন

কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস ও শুভ নববর্ষ উদযাপন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

 

 

পশ্চিম মেদিনীপুর:- বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষ পালন ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হল কেশপুরে। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এক শোভাযাত্রা সহকারে স্কুল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কেশপুর বাজার পরিক্রমা করা হয়। মিষ্টি মুখের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

প্রভাত ফেরীতে পা মেলান কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ কয়েকশ তৃণমূল কংগ্রেস কর্মী। পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ও ঢাকি সহ বিভিন্ন বাদ্য শিল্পীরা অংশ নিয়েছিলেন প্রভাত ফেরীতে। নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। পাশাপাশি সারা বছর সকলের সুস্থতাও কামনা করেন তিনি।