দশ সপ্তাহ ধরে কঠিন ট্রেনিং! প্যারিস অলিম্পিকে এরাই দেবে পাহারা

দশ সপ্তাহ ধরে কঠোর ট্রেনিং পেয়েছে তারা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Indias-dog-squad-deployed-for-Paris-Olympics

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অলিম্পিকে সন্ত্রাসের আশঙ্কার মধ্যেই নিরাপত্তা আরও জোরদার করার দিকে নজর দিচ্ছে প্যারিস প্রশাসন। সেই কাজে তাদের আস্থা ভারতের সারমেয় বাহিনীর উপর। কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই কুকুরগুলি। এবার অলিম্পিকে নিরাপত্তাও দেখবে তারা।

Indian dog squad to maintain security in Paris Olympics 2024

একমাসের জন্য প্যারিসে দায়িত্বে খাবে ভারতের এই কম্যান্ডো কুকুর বাহিনী। ১০ সদস্যের কে-৯ টিম থাকবে নিরাপত্তায়। তাছাড়াও ডগ স্কোয়াডের দুটি দলকে রাখা হবে প্রতিযোগিতার নানা স্টেডিয়ামে। দলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান যে এই কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যাতে ফরাসি ভাষা বুঝে নির্দেশ পালন করতে পারে, তার জন্যও দেওয়া হয় আলাদা প্রশিক্ষণ। আলাদা করে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফের ভাস্ট এবং ডেনবিকে। প্যারিসে পাঠানোর আগে দশ সপ্তাহ ধরে ট্রেনিং পেয়েছে তারা।