Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/jpTYsFX0fR1rSkTwc2VK.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের ১১৩ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন। ভারতের এই প্রতিযোগীদেরসুস্বাস্থ্যের জন্য বিশেষ চিন্তিত ভারতের অলিম্পিক সংস্থা। ভারতের অলিম্পিক সংস্থা এই জন্য ১৩ জন বিশেষজ্ঞের একটি দল তৈরি করেছে।
/anm-bengali/media/media_files/pj8oIcMm66eIvfpS3CJA.jpg)
ভারতের এই ১৩ জনের দলে দিনশ পারদিওয়াল রয়েছেন। তিনি ছাড়াও আরও এক চিকিৎসক রয়েছেন। এছাড়াওএই দলে তিন জন চোট নিরাময় বিশেষজ্ঞ, তিন জন ফিজিয়ো, দুইজন ম্যাসিয়ো, দুইজন মনোবিদ এবং একজন স্লিপ থেরাপিস্ট রয়েছেন। ১৩ জনের এই দলের সঙ্গে দুইজন পুষ্টিবিদকেও পাঠানো হবে।
/anm-bengali/media/media_files/oV7N2UBAB4jJpb88xbap.jpg)
জানা গিয়েছে, তারা গেমস ভিলেজের রিকভারি সেন্টারে থাকবেন। এই দলের ১৩ জনের মধ্যে নয়জনের কাছে অনুমতি থাকবে গেমস ভিলেজে থাকার। বাকিদের বাইরে থাকতে হবে।আগামী ১৯ জুলাই থেকে এই দলের সদস্যরা একে একে প্যারিস যাবেন। এছাড়াও, ভারতীয় খেলোয়াড়েরা ২০ জুলাই প্যারিস পৌঁছবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us