New Update
/anm-bengali/media/media_files/rJStoH4FAkL7SjygeRsH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই সেই জন্যে ভারতকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে ভারত প্যারালিম্পিক্সে ১২টি ইভেন্টে অংশগ্রহণ করবে। যার মধ্যে ৩টি নতুন ইভেন্ট।
/anm-bengali/media/media_files/igHBBArSunOr2QXMLrJI.jpg)
অর্থাৎ এই প্রথমবার এই তিনটি ইভেন্টে অংশ নেবে টিম ইন্ডিয়া। জানেন সেই তিনটি কী কী? সেই নতুন তিনটি ইভেন্ট হল – প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং এবং ব্লাইন্ড জুডো। ফলে এই তিনটি বিভাগে বাড়তি নজর থাকবে ভারতীয়দের।
/anm-bengali/media/media_files/rfKHSRqqTloqmyRMYiRZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us