New Update
/anm-bengali/media/media_files/F4lSzsSIxIgvvymqk3kE.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: টোকিও প্যারালিম্পিক্সের কথা মনে পড়ে? অলিম্পিক্সের ইতিহাসে সেই বছর নতুন ইতিহাস গড়েছিল ভারত। মাত্র কয়েকদিনের সিদ্ধান্তেই টোকিও গেমসে ভারত তাঁদের অলিম্পিক্স ইতিহাসে সর্ববৃহৎ দল পাঠিয়েছিল। সর্ববৃহৎ দল হিসেবে ৫৪ জন অ্যাথলিটকে নিয়ে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেছিল টিম ইন্ডিয়া।
/anm-bengali/media/media_files/jxkHKltzub9IlJ0qscDz.jpg)
টোকিও প্যারালিম্পিক্সে সেই বছর ভারত মোট ৯টি বিভাগে অংশ গ্রহণ করে। আর তার মধ্যে ৭টি তেই পদক সংগ্রহ করে ভারতীয় অ্যাথলিটরা। পদক জয়ের নিরীখেও ভালো সাফল্য পায় দেশ। আর এবার ২০২৪ সালের প্যারালিম্পিক্সে ১২টি ইভেন্টে অংশ নিচ্ছে দেশ। ফলে এবারে পদক জয়ের আশা আরও বেশি বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/9qLu9Esge0altjIPv9YJ.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us