মৃত্যু মিছিলের শেষ কোথায়?

একের পর এক দেহ উদ্ধার! এটাই কি শান্তিপূর্ণ নির্বাচনের নমুনা? কীভাবে ঘটছে একের পর এক মৃত্যু? দায় কার? ফল ঘোষণার দিন কী অপেক্ষা করছে? উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
Breaking News



নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যে শুরু হয়েছিল অশান্তি। ঘটেছিল একের পর এক মৃত্যু। সেই মৃত্যু মিছিল জারি রইলো ভোটের পরেও। রাজ্য নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী ভোট সন্ত্রাসের বলি হয়েছেন ১০ জন। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে থেকে উদ্ধার হয়েছে দেহ। নয়াহাটে যেখানে ভোটের দিন কংগ্রেস কর্মী জামিরুদ্দিনের দেহ উদ্ধার হয়েছিল, ওই একই এলাকা থেকে উদ্ধার হয়েছে আরো একটি দেহ। 

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে জেলায় জেলায়। ছাপ্পা থেকে বুথ থেকে প্রার্থীকে বের করে দেওয়া, হামলা-সমস্ত রকমের ঘটনাই ঘটেছে। ঝরেছে রক্ত। এর শেষ কোথায়? নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কী পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে রয়েছে আশঙ্কা।