রাজনৈতিক নিয়ন্ত্রণ কক্ষে বসে গুন্ডাদের ব্যবহার! কড়া বার্তা রাজ্যপালের

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ মঙ্গলবার কলকাতায় ফিরেই পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) সন্ত্রাস নিয়ে সরব হলেন রাজ্যপাল। শুনুন বক্তব্য...

author-image
SWETA MITRA
New Update
cv .jpg

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় ফিরেই পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) সন্ত্রাস প্রসঙ্গে ফের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি আজ মঙ্গলবার ভোটগণনার দিন বলেন, "বাংলায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে নিরলস লড়াই হবে। সমস্ত প্রশাসন গুন্ডা এবং আইন ভঙ্গকারীদের কড়া হাতে নির্মুল করবে। যারা রাজনৈতিক নিয়ন্ত্রণ কক্ষে বসে ভোটের ময়দানে থাকা গুন্ডাদের গাইড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেমন খুশি ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। এটি একটি সর্বাত্মক পদক্ষেপ হবে। অবশ্যই খুব কঠোর পদক্ষেপ নেওয়া হবে কারণ এই সহিংসতা নতুন প্রজন্মের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে। আমরা বাংলাকে নতুন প্রজন্মের বসবাসের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলব।"