পঞ্চায়েত নির্বাচন : ভোট বন্ধ!

ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি অপূরণ অবস্থাতেই থেকে যায়। ভোটের দিন তাই বলে ভোট বয়কটের ডাক! ঘুরে দাঁড়ালো গ্রামবাসীরা। রাস্তার হাল ফেরাতে অভিনব প্রতিবাদ ঝাড়গ্রামে।

author-image
Pallabi Sanyal
New Update
56

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের ভালুকখুলিয়া গ্রামে।  ভোটের দিন এলাকার খারাপ রাস্তা নিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই ভোটের দিন ভোট বয়কটের ডাক দিয়েছে তারা।

456

12

এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির উস্কানিতেই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে যাতে ভালুকখুলিয়া গ্রামের লোকজন ভোট দিতে না পারে।  উল্লেখ্য, ভালুকখুলিয়ার চিড়াকুটি বুথটি চারটি গ্রাম নিয়ে চিড়াকুটি, গুড়িগোট, খড়িকা গ্রামের বাসিন্দারা ভোট দেন। এই বুথের একমাত্র ভালুকখুলিয়া গ্রামের বাসিন্দারা ভোট দানে বিরত রয়েছেন। অপরদিকে, বিজেপি নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে।