ভোট দিতে এসে মৃত্যু! সন্ত্রাস নয়, তবে?

পুনর্নির্বাচনেও মৃত্যু! তবে এবারের মৃত্যুটা সন্ত্রাসের কারণে নয়। বরং আবহাওয়ার কারণে। নদীয়ায় মর্মান্তিক মৃত্যু ভোটারের। ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন। মাটিতে লুড়িয়ে পড়েন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
ss

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পুনর্নির্বাচন পর্বে ভোট দিতে গিয়ে মৃত্যু! তবে, কোনো অঘটনের জেরে নয়। অসুস্থতার জেরেই মৃত্যু বলে জানা যাচ্ছে। নদিয়ার তেহট্ট থানার ধোড়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদার পাড়ার একটি বুথে এই ঘটনা ঘটেছে।  অনেকক্ষণ ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকায় সানস্ট্রোকে মৃত্যু বলে অনুমান। দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টির ঘাটতি। আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে আর্দ্রতাজনিত কষ্ট। অস্বস্তি। যার জেরে ঘটেছে মৃত্যু।