New Update
/anm-bengali/media/media_files/tZHKLiTsMApFQ6XJ24pt.jpg)
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বুথ দখলের চেষ্টা, ছাপ্পা, মারামারি। সব মিলিয়ে জেলায় জেলায় সন্ত্রাস জারি ছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে কত শতাংশ ভোট পড়লো তার তালিকা এল প্রকাশ্যে। সৌজন্যে DICO পশ্চিম মেদিনীপুর । সব থেকে বেশি ভোট পড়েছে শালবনী ও খড়গপুরের ২ নম্বর ব্লকে। আর সব থেকে কম ভোট পড়েছে দাসপুরের ২ নম্বর ব্লকে।
/anm-bengali/media/media_files/mkpQ2G9UFiT0laUtFU9Q.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us