/anm-bengali/media/media_files/pPFH0xx3wCDz3sVpOsHt.jpg)
ফাইল ছবি
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বুথে এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ করে আক্রান্ত সিপিআইএম প্রার্থী! তার চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে, মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।ঘটনায় সিপিআইএম প্রার্থী সহ ৩ জন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।পাল্টা সিপিআইএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল।তাদের ৮ জন আহত বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
/anm-bengali/media/media_files/5v02MnyaEmnKpdNQxUWS.jpg)
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের ৮ ও ৯ নম্বর গোয়ালসিনি বুথে সিপিআইএমের এজেন্ট ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। সিপিএমের প্রার্থী সেখ আবু কালাম প্রতিবাদ করতে গেলে প্রার্থীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে প্রার্থী,এজেন্ট সহ বেশকয়েকজনকে বেধড়ক মারধর করে তাদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ সিপিআইএম প্রার্থীর।ঘটনায় গুরুতর আহত সিপিআইএম প্রার্থী সহ মোট তিনজনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দলের নেতা কর্মীরা,এক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে সিপিআইএম।ওই বুথে সিপিআইএম এখনও পর্যন্ত কোনো এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ সিপিআইএমের।যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে শাসকদল। উল্টে সিপিআইএমের বিরুদ্ধেই লোকজন নিয়ে গিয়ে তৃণমূলের লোকজনকে মারধরের অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us