উত্তর দিনাজপুর : বাজিমাত তৃণমূলের!

ভোট গণনার তিন ঘণ্টা পার। এগিয়ে রাজ্যের শাসক দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসেছে জয়ও। উত্তর দিনাজপুরে যেন জয় এক প্রকার নিশ্চিত। শুধু জয় ঘোষণা সময়ের অপেক্ষা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
123dd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হয়েছে জেলায় জেলায়। ইতিমধ্যেই উত্তর দিনাজপুরে অনেকটাই এগিয়ে গিয়েছে তৃণমূল। কয়েকটি আসনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসেছে জয়। কয়েক ঘন্টাতেই যেন জয় হাতছানি দিচ্ছে। এখন অপেক্ষা শুধু জয় ঘোষণার। 

নির্বাচনের প্রথম পর্ব থেকেই উত্তর দিনাজপুর ছিল শিরোনামে। ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছে জেলাটি। উত্তর দিনাজপুরে জেলা পরিষদে ২৬টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৪৫ জন। এর মধ্যে ৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গণনার হার বলছে সকাল থেকেই ভালো ব্যাটিং করছে তৃণমূল। দিনের শেষে তা বজায় থাকলে জয় পাকা। উত্তর দিনাজপুর জেলার ৯টি পঞ্চায়েত সমিতির ২৯৩ টি আসন প্রার্থী সংখ্যা ১১৭৪ জন। ৮৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে।৯৮টি গ্রাম পঞ্চায়েতের ২২২০ আসনে মোট প্রার্থী সংখ্যা ৬৪৪৪ জন। সেখানেও বাজিমাত তৃণমূলের। ৩০৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।