দশে দশ! শুরু সেলিব্রেশন

পশ্চিম মেদিনীপুরে আকাশে বাতাসে উড়ছে সবুজ আবীর। সেলিব্রেশন শুরু। কী বলছেন তৃণমূল কর্মীরা? পঞ্চায়েত দখলের লড়াইতে এগিয়ে শাসক দল। জয় যেন এক প্রকার নিশ্চিত। শুধু ঘোষণা করার অপেক্ষা।

author-image
Pallabi Sanyal
New Update
111111

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পিংলার ১০ টি গ্রাম পঞ্চায়েতেরই দখল নিল তৃণমূল। গণনা কেন্দ্রের সামনে শুরু হয়ে গেলো সবুজ আবির খেলা। এই মুহুর্তে আবির খেলায় মেতেছে পিংলার তৃণমূল কর্মী সমর্থকরা। এই প্রথম পিংলায় পঞ্চায়েত নির্বাচনে কোনো অশান্তির খবর আসেনি। তাই সকাল সকাল তারা রেজাল্টের আগেই মেতে উঠলো আবির খেলায়।তারা আশাবাদী পিংলার সব জায়গা গুলি তাদের দখলে থাকবে।