ছাপ্পায় বাধা! হাসপাতালে অশান্তির আঁচ

হাসপাতালের ভোল বদল! নিমেষেই রূপ ধারণ করলো রণভূমির! নেপথ্যে ছাপ্পা ভোট। পশ্চিম মেদিনীপুরে ব্য়াপক অশান্তি। কার্যত তুলকালাম অবস্থা। মারামারিতে সরগরম এলাকা।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩


নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর : সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও, দুপুরবেলায় শুরু অশান্তি। স্কুল-হাসপাতাল চত্বর রণক্ষেত্রর রূপ ধারণ করলো। কেশপুরের উচাহারে সঞ্জয় পানের নেতৃত্বে কাজী শাহাদাত উচাহার বুথে ছাপ্পা দিতে যায় বলে অভিযোগ কংগ্রেসের। সেই সময় শেখ আরিফ ও শেখ তসলিম নামের দুই কংগ্রেস কর্মী তৃণমূল কর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মী আহত হয়। এর পর দুই কংগ্রেস কর্মীকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে এলে পুনঃরায় তাদের ওপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী। হাসপাতাল চত্বরেই ব্যাপক মারামারির ঘটনা ঘটে। লাঠি নিয়ে চলে মারধর। এর পর তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মীকে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়। যদিও কংগ্রেস কর্মীদের মারধরের  অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
 প্রসঙ্গত, এই উচাহার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী শেখ হসিরুদ্দীন। তবে দিনের শেষে কেশপুর রয়েছে কেশপুরেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেলো পঞ্চায়েত ভোটে!