বিচারপতির নির্দেশই খারিজ!

ভোটের মুখে এ কী কাণ্ড! বিচারপতির নির্দেশই হয়ে গেল বাতিল!

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
KOLKATA HC

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভোটের মুখে ঘুরে গেল খেলা! আদালতে বড় ধাক্কা আইএসএফের। জিতে গেল তৃণমূল! বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
রাজ্য নির্বাচন কমিশনে ওয়েবসাইট থেকে নাম ডিলিটের অভিযোগে আদালতে গিয়েছিলেন ভাঙড় ২ ব্লকের ৮২ জন আইএসএফ প্রার্থী। কমিশনের পক্ষ থেকে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হয়। প্রার্থীদের অভিযোগ ছিল, স্ক্রুটিনি শেষ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে রাতারাতি তাঁদের নাম উধাও হয়ে গিয়েছে। ২২ জুন শেষ হয় মামলার শুনানি। কমিশনকে ৮২ জন প্রার্থীর মনোনয়ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে ৮২ জনকে ভোটের লড়াই লড়ার নির্দেশও দেয় সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলার শুনানি ছিল সোমবার। যেখানে বিচারপতি অমৃতা সিনহার রায় খারিজ করে দেওয়া হয়।