New Update
/anm-bengali/media/media_files/0WpiZxgRzpxxpfQ5bozB.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া : মঙ্গলবার সকাল ৮ টা থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ভোট গণনা। বেলা যত এগোচ্ছে একটু একটু করে স্পষ্ট হচ্ছে ভোটের ফল। বোঝা যাচ্ছে যে কে দখল নিতে চলেছে পঞ্চায়েতের। যদিও ইতিমধ্যেই দখলদারি শুরু হয় গিয়েছে। জামুড়িয়ায় প্রথম রাউন্ডের গণনা শেষ। ১০টির মধ্যে ৫টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আর তাতেই দেখা গেল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঢোল বাজিয়ে চলছে সেলিব্রেশন। সঙ্গে সবুজ আবীর খেলা তো রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us