/anm-bengali/media/media_files/2IsosgfHRS9qM2NM1zbb.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রচারে বারে বারে ফিরছে নন্দীগ্রামের স্মৃতি। জেলায় জেলায় ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামকে সামনে রেখে চলছে বিরোধিতা। সোমবার ধূপগুড়ির জনসভা থেকে ফের নন্দীগ্রাম প্রসঙ্গ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ঘটে চলা অশান্তিতে পুলিশের ভূমিকা নিয়েও সুর চড়ান তিনি। দুর্নীতি ইস্যুতে তুলোধনা করেন রাজ্যের শাসকদলের। পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যে একের পর এক দলীয় কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু। তার কথায়, সনাতনী হিন্দু কর্মীরা খুন হননি। বেছে বেছে এসটি, এসটি, দলিত কর্মীদের খুন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ভাগাভাগির রাজনীতি করেন বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। কোচবিহারে রাজবংশী ভোট ব্য়াঙ্ককে নিশানা করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us