Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wbE7VO5POGseLVx9tnSV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে পুনর্নির্বাচন। আর এদিনই বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মতো অবস্থা হবে বলে ভবিষ্যদ্বাণী করলেন 'পিসি-ভাইপো' তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
/anm-bengali/media/post_attachments/VdaeDOXo1rz0pFElVz0n.jpg?w=1200)
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এদিন হুঙ্কার ছাড়েন বিজেপি বিধায়ক। ইন্দিরা গান্ধীর শাসনকালে যে জরুরী অবস্থা ঘোষিত হয়েছিল দেশে, সেই সময়কার কথা ফের একবার স্মরণ করিয়ে দেন শুভেন্দু। বলেন, ''ইন্দিরা গান্ধীর মতো অত্যাচারী শাসক জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখলে রাখতে পারেনি। পিসি - ভাইপোও পারবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পিসি - ভাইপোকে পালাতে হবে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us