New Update
/anm-bengali/media/media_files/hcUcSRYHxAdZ8a8slXIN.jpg)
দিগ্বিজয় মাহালী, কেশপুর : জেলায় জেলায় চলছে অকাল হোলি উদযাপন। রং খেলা হয় দোলের দিনে। দোল মিটলে যদি আগমন ঘটে নির্বাচনের তাহলে ফল প্রকাশের দিন রাজনৈতিক দলের রঙের সাথে মিলিয়ে হোলি খেলা শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। কেশপুরে সবুজ আবীর খেলায় মাতলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। দলের কর্মী-সমর্থকদের কপালে টিকা লাগানোর পাশাপাশি চললো পরিক্রমাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us