কড়া পাহারায় শান্তিপূর্ণ ভোট!

চারিদিকে অশান্তি আর অশান্তি। এবার হল শান্তিপূর্ণ নির্বাচন। পুনর্নির্বাচনে ফিরলো শান্তি। ভগবানপুরে বাহিনী ও পুলিশ দিয়ে হল ভোট। ছিল কড়া নিরাপত্তা।

author-image
Pallabi Sanyal
New Update
িিিিিিি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পর্যাপ্ত পরিমাণ সশস্ত্র কেন্দ্রীয়বাহিনীর সক্রিয় উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই আজ পুনর্নির্বাচন হল ভগবানপুরের রায়বাড় প্রাথমিক বিদ্যালয়ে। শান্তিতে ভোট হয়েছে মহম্মদপুর ২ নং প্রাথমিক বিদ্যালয়েও। বুথের গেটে, বুথের চারপাশে যেমন বাহিনী ছিল, তেমনই বুথ এলাকাতেও রাস্তায় যৌথভাবে ছিল বাহিনী ও পুলিশ।  ভগবানপুর এক নম্বর ব্লকের একদম উত্তর প্রান্তে অবস্থিত বুথ দুটি।  কেলেঘাই নদীর দক্ষিণ পাড়ের এই দুটি বুথে গন্ডগোল এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণ রাজ্য পুলিশ। রায়বাড় বুথের উল্টোদিকে পশ্চিম মেদিনীপুর জেলার সবং। আর মহম্মদপুর গ্রামের উল্টোদিকে ময়না বিধানসভার বাকচা। এলাকায় গন্ডগোল কবলিত বাকচাতেও আজ বহু বুথে হল পুনর্নির্বাচন। ফলে কেলেঘাই নদীর ওপাড় থেকে কোনভাবে যাতে এপারে এসে গন্ডগোল করতে পারে কেউ সেদিকেও নজর রেখেছিল ভগবানপুর থানার পুলিশ তথা প্রশাসন।