হাতির হানা! আতঙ্কে পদক্ষেপ বন দপ্তরের

নির্বাচনের কথা মাথায় রেখে বন দপ্তরের পদক্ষেপ। প্রায়শই জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে হানা দেয় হাতি। তাতেই ঘটে বিপত্তি। এবার তাই নির্বাচনের আবহে সজাগ বনকর্মীরা।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনের আবহেও হাতির ভয় । জঙ্গলমহল ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য শুক্রবার রাত থেকে বিভিন্ন জায়গায় টহল দেওয়া শুরু করেছিলেন বনকর্মীরা। রাতের পাশাপাশি দিনেও টহল দিচ্ছিলেন বন কর্মীরা। পশ্চিম মেদিনীপুরে কলাইকুন্ডা, ঝাড়গ্রামের নয়াগ্রাম, চাঁদাবিলা, বেলপাহাড়ি সহ একাধিক জায়গায় হাতি চলাচলের রাস্তায় বনকর্মীরা টহলদারি চালান এবং যাতে ভোট কর্মীরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে বনদপ্তর। ভোট প্রক্রিয়া সম্পন্ন।  এবার পালা গণনার। ফল ঘোষণার দিনে কী পদক্ষেপ নেয় বনদপ্তর সেটাই এখন দেখার।