/anm-bengali/media/media_files/Wcq1CFAnL69HQmnpfCb4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ট্যুইটারে নতুন দুটি ভিডিও পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি ভিডিওতে ছাপ্পার অভিযোগ করা হয়েছে, অন্যটিতে দেখা যাচ্ছে যত্রতত্র পরে রয়েছে ব্যালট, যে ব্যালটে কিনা রয়েছে মানুষের রায়। ভিডিও দুটি পোস্ট করে রাজ্য নির্বাচন কমিশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন শুভেন্দু। ট্যুইট বার্তায় তিনি উল্লেখ করেছেন, ''রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য উপাদানগুলি সংরক্ষণের বিষয়ে মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির সভাপতিত্বে মাননীয় ডিভিশন বেঞ্চের দেওয়া আদেশকে উপহাস করেছে। কলকাতা হাইকোর্টের জারি করা প্রতিটি নির্দেশনা উপেক্ষা করেছে কমিশন। রাজ্য সরকারি আধিকারিক এবং পুলিশের সাথে যোগসাজশে পিসি-ভাইপোর নির্বাচন চুরি করার পরিকল্পনাটি কার্যকর করেছে।''
Contempt of Court is an understatement.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 14, 2023
The State Election Commission has made a mockery of the Order passed by the Hon'ble Division Bench presided over by the Hon'ble Chief Justice of the Hon'ble Calcutta High Court, regarding the preservation of the integral components of the… pic.twitter.com/EXzzYlba3B
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us