ISF VS TMC ! তুলকালাম

ধুন্ধমার কাণ্ড! ভোটের মুখে দ্বন্দ্বে জড়ালো আইএসএফ ও তৃণমূল। চন্দ্রকোনায় ব্যাপক উত্তেজনা।

author-image
Pallabi Sanyal
New Update
124

ফাইল ছবি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুর। ঘটনায় আহত উভয় পক্ষের ১০ জন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। পরিস্থিতি  সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

১২৪

১২৪৩

তৃণমূলের অভিযোগ, রবিবার সকালে  তৃণমূলের এক  প্রার্থী কৃষ্ণপুর এলাকায় প্রচার করতে যাওয়ার সময়, তাদের উপরে অতর্কিত হামলা চালায় আইএসএফ কর্মীরা।  আর তার থেকে এই ঘটনার সূত্রপাত।  আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে তাদের  উপর হামলা চালায়। গোটা ঘটনায় এলাকায় রয়েছে চরম উত্তেজনা।পুলিশি টহল চলছে এলাকায়,অধিকাংশ দোকানপাট বন্ধ।আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।