New Update
/anm-bengali/media/media_files/wilUa2pp6gdjEnhwOUux.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC থেকে হাত-হাতে হাত রাখলো ২০০ স্বাস্থ্যকর্মী। পঞ্চায়েত নির্বাচনের মুখে শাসক শিবিরে বড়সড় ভাঙন ধরলো আলিপুর দুয়ারে। কর্মহারা হয়ে ক্ষোভে দলবদল করলেন তারা। দলবদলুরা গত ২৩ মার্চ জেলা হাসপাতাল থেকে বিতাড়িত হয়েছিলেন রোগী ও রোগীর পরিবারদের থেকে জুলুমবাজি করে টাকা তোলার অভিযোগে। এরপর শাসকদল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us