New Update
/anm-bengali/media/media_files/kJ3A7rvpqQ68f9OMDikb.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ভোটের ঠিক আগে মারপিটের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রাম ব্লকের ৯ নং লাউড়িয়াদাম গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী জামিনি মাহাত। ৩২৬,৩০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে নির্দল প্রার্থীকে। আদালতে তোলা হলে চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের লাউড়িয়াদাম গ্রাম সংসদের সহ সভাপতি নরসিংহ মাহাত এবং অজিত মাহাতকে নির্দল প্রার্থী জামিনী মাহাত ও কয়েক জন মিলে মারধর করে বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পতাকা টাঙানোকে কেন্দ্র করে বচসা বলে অভিযোগ করলেও নির্দল প্রার্থীর বক্তব্য, মদ্যপ অবস্থায় তাদের সাথে বচসা থেকে সeমান্য ধাক্কাধাক্কি হয়েছিলো। তাতেই এই ঘটনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us