/anm-bengali/media/media_files/ibCAZzdD94nYnJveokSW.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভোট গণনার দিন সকাল থেকেই শাসক দলের বিরুদ্ধে বিরোধী প্রার্থী ও এজন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দানের অভিযোগ উঠেছে। এমনকি জেলায় জেলায় শাসকের হাতে আক্রান্ত হয়েছে বিরোধী প্রার্থীরা। এবার এমনই এক উদাহরণ ট্যুইটা তুলে ধরলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। হাওড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী ও তার স্বামী। একটি ভিডিও ট্যুইট করেছেন কেয়া যেখানে প্রার্থী ও তার স্বামীকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করতে শোনা যাচ্ছে। এমনকি পুলিস থাকলেও কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ভিডিওয় দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। তার স্বামীকে বেধরক মারা হয়েছে। মাথা ফেটে গিয়েছে তার। রক্তারক্তি কাণ্ড। মারধর করা হয়েছে মহিলা প্রার্থীকেও। দেখুন ভিডিও। শুনুন অভিযোগ।
BJP candidate is not been allowed to enter the counting booth. Watch the way she was manhandled by TMC goons. Incident of Howrah. #BengalPanchayatElectionpic.twitter.com/maLC6ls7u7
— Keya Ghosh (@keyakahe) July 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us