BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি
BREAKING : ট্রাম্পের হস্তক্ষেপ মূল্যহীন ! এবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন
BREAKING : যুদ্ধবিরতির মাঝেই বড় পদক্ষেপ ভারতের ! উত্তর প্রদেশে স্থাপিত হবে নতুন ব্রহ্মস ইউনিট
BREAKING : ট্রাম্পের টুইট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল !
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, ফেরত দিক পাকিস্তান ! গর্জে উঠলেন হেভিওয়েট নেতা
BREAKING : যুদ্ধবিরতির কথা বলেও বলেননি মোদি ! বড় দাবি করলেন একনাথ শিন্ডে
পাকিস্তান কেড়ে নিয়েছে মামার প্রাণ, তার বদলা চায় ভাগ্নে!
BREAKING : যুদ্ধবিরতির পর রাজনাথ সিং-এর বাড়িতে বড় বৈঠক ! কি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার ?
BREAKING : কাটছে ড্রোন হামলার আশঙ্কা ! স্বাভাবিক হচ্ছে রাজস্থান

পঞ্চায়েতে হাফ সেঞ্চুরি!

ভোট তো মিটে গেছে। কিন্তু মৃত্যু! প্রতিদিনের ঘটনা। দায় কার? ভোটের আগে থেকে পরে পর্যন্ত যেভাবে প্রাণহানির ঘটনা ঘটছে তাতে মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে সেই প্রশ্নই উঠছে। এখনও রক্ত ঝরছে! পঞ্চায়েত দখলের পরেও অশান্তি থামার নয়।!

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
1123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হাফ সেঞ্চুরি! পঞ্চায়েত নির্বাচনে রেকর্ড রাজ্যের। তবে এ রেকর্ড মৃত্যুর। ৩৭ দিনে প্রাণ গিয়েছে ৫০ জনের। পঞ্চায়েত পর্বের দিন ঘোষণার পর থেকেই ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। ঘটেছে একের পর এক মৃত্যু। এমনকি ভোট পর্ব মিটলেও প্রতিদিনই কোনও না কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 
অশান্তিকে সঙ্গী করেই ভোট পার্বণ মিটলো রাজ্যে।  কিন্তু সমাপতি ঘটছে না মৃত্যু মিছিলের। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হল এক বিজেপি প্রার্থীর। নিহতের নাম ভোলা মণ্ডল, বয়স ৪৫ বছর। বিষ্ণুপুর থানার দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নং বুথের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। তবে ভোটে জিততে পারেননি তিনি।  ভোটকে কেন্দ্র করে তার ওপর একাধিকবার হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে এলাকা ছেড়ে থাকছিলেন তিনি।  অন্যদিকে এদিন সকালেই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের তৃণমূল কর্মী সইদুর রহমানের।  কলকাতায় এন আর এস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জেলায় জেলায় বহু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে কলকাতায়। আর তার পর দিনে দিনে আসছে মৃত্যুর খবর। দায় কার? কমিশন যদিও মৃত্যুর সংখ্যা মানতে নারাজ। কবে থামবে এই হিংসা, খুনোখুনি? আদৌ কি এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? উঠছে প্রশ্ন।