New Update
/anm-bengali/media/media_files/wMbLuyhtwSkDV5jxelIB.jpg)
নিজস্ব সংবাদদাতা : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির অধীনস্থ এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করলো। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙ্গালপাড়া, চিচুড়িয়া গ্রাম, সিদ্ধপুর বাগডিহা সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করা হয়। এস এস বি জওয়ানদের এই দলে নেতৃত্ব দেন কেন্ডা ফাঁড়ির আইসি সুকান্ত দাস।
/anm-bengali/media/media_files/b4PwIUp80HhNuFI2Oj7l.jpg)
/anm-bengali/media/media_files/liP9rlDIWLvB6B8UrVKF.jpg)
কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে অনেকটাই আশ্বস্ত হয়েছেন সাধারণ ভোটাররা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us