ফেঁসে গেল দিলীপ ঘোষের গাড়ি!

জেলায় জেলায় বিরোধীদের বিক্ষোভ। গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দানের অভিযোগ। হাওড়াতেও অবরুদ্ধ পথ। গন্ডগোলের মাঝে ফেঁসে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
113

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ব্যাপক অশান্তি জারি রইলো ভোট গণনার দিনেও। গণনা শুরুর আগে থেকেই বিরোধী প্রার্থী, এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে রানিহাটি রোড অবরোধ করল বিরোধীরা। আর বিরোধীদের অবরোধেই ফাঁসল বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়ি। এদিন গণনা কেন্দ্রে ঢুকতে  বাধা পেয়ে প্রথমে হাওড়া জেলার বাগনান এক নম্বর ব্লকের গণনা কেন্দ্র বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে নিয়ে কংগ্রেস সিপিএম সহ বিরোধীরা বিক্ষোভ দেখায়। পরে তারা বাগনান থানায় বিক্ষোভ দেখায়। প্রশাসন বিরোধীদের কাউন্টিং সেন্টারে ঢোকার ব্যবস্থা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগনানের বিধায়কও।  এদিকে আবার তখন সমস্যা দেখা দেয় পাঁচলা ব্লকের কাউন্টিং সেন্টার নয়াচক যদুনাথ হাইস্কুলে। বিরোধী দলের অনেক কাউন্টিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে আমতা রানিহাটি রোড অবরোধ করে বিরোধীরা। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিল দিলীপ ঘোষের কনভয়। অবরোধের গেরোয় আটকে যায় সাংসদের গাড়ি।