হরি ঘোষ, জামুড়িয়া : ভোটের সময় বিজেপি প্রার্থী ও কর্মীদের সুরক্ষার দাবি সহ বেশ কয়েকটি জায়গায় বিজেপির দেওয়াল লিখনে মাটি লেপে দেওয়ার অভিযোগে জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি বিজেপির গ্রামীন মন্ডল ২ এর। জামুড়িয়া গ্রামীন মন্ডল ২ এর সভাপতি রমেশ ঘোষ অভিযোগ করেন যে সন্ত্রাসের মধ্যেও তারা যে কটি নমিনেশন করতে পেরেছিলেন, তাদের প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। দুজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ করেন রমেশবাবু। তিনি জানান, গোবরডাঙ্গা অঞ্চলের ২১৬ নম্বর বুথে তাদের প্রার্থীর প্রচারে দেওয়াল লিখনে মাটি লেপে দেওয়া হয়েছে। কেন্দ্রা অঞ্চলে বিজেপি প্রার্থীদের সমর্থনে ফেস্টুন, ব্যানার লাগানো ছিল। সেগুলোও ছিঁড়ে দেওয়া হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি রেখেছেন তারা।
এই বিষয় নিয়ে জামুড়িয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধার্থ রানা জানান, বিজেপি মানুষের সহানুভূতি আদায় করার জন্য তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। জামুড়িয়া এলাকায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। বিজেপি সব বুথে প্রার্থী দিতে না পেরে দলীয় নেতৃত্বকে খুশি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। যদি কোন জায়গায় ব্যানার, পোস্টার ছেড়ার ঘটনা ঘটে তাহলে সেটি বিজেপির অন্তর্কলহ।